
KASHEMPUR MEHER ALI HIGH SCHOOL
EIIN-110800
News:
কাশিমপুর মেহের আলী উচ্চ বিদ্যালয়টি মাদারীপুর জেলার রাজৈর উপজেলাধীন পাইকপাড়া ইউনিয়নের পাইকপাড়া মৌজার চরকাশিমপুর গ্রামে অবস্থিত। আবহমান বাংলার ঐতিহ্যে ঘেরা অত্র ইউনিয়নের একমাত্র মাধ্যমিক বিদ্যালয়। এই ইউনিয়ন তথা আশেপাশের কযেকটি ইউনিয়নের শিক্ষার আলো জ্বালাতে এই প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। তৎকালীন শিক্ষা অনুরাগীগন এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।